Future Indefinite Tense কাকে বলে?
Simple Future Tense or Future Indefinite Tense:
এখন আমরা আলোচনা করবো Simple Future Tense নিয়ে। জেনে রাখা দরকার এই Tense টিকে Future Indefinite Tense অথবা Future Simple Tense ও বলা হয়।
এখন কাকে বলে Simple Future Tense চলো জেনে নেওয়া যাক।
Future indefinite tense কাকে বলে
Future indefinite tense এর উদাহরণ
Simple Future Tense: কোনো কাজ ভবিষ্যৎ কালে সাধারণ ভাবে ঘটবে বা হবে বোঝালে Simple Future Tense or Future Indefinite Tense হয়।
Future = ভবিষ্যৎ , এবং Indefinite = অনির্দিষ্ট বা সাধারণ ভাবে ঘটে। মানে definite বা নির্দিষ্ট নয়।
সুতরাং, tense টির নামের মধ্যেই আছে এর বৈশিষ্ট্য।
Simple Future Tense Examples / Future Indefinite Tense Examples :
Future indefinite tense এর উদাহরণ
এখন simple future tense এর কয়েকটি উদাহরণ দেখা যাক।
Simple Future Tense Examples
এই tense এর বাক্য গুলির কাজ ভবিষ্যৎ কালে সাধারণ ভাবে ঘটবে বোঝায় :
যেমন
সে আগামী কাল আমার কাছে আসবে। (ভবিষ্যতে সাধারণ ভাবে ঘটবে )
মিতা আগামী সোমবার ঢাকা যাবে। (ভবিষ্যতে সাধারণ ভাবে ঘটবে )
আমি রাতে রুটি খাবো । (ভবিষ্যতে সাধারণ ভাবে ঘটবে )
তিনি আমাদের সবকিছু জানাবেন। (ভবিষ্যতে সাধারণ ভাবে ঘটবে )
রিতু বুধবার আগরতলা থেকে ফিরবে। (ভবিষ্যতে সাধারণ ভাবে ঘটবে )
তারা এখানে একটি স্ট্যাচু তৈরি করবে। (ভবিষ্যতে সাধারণ ভাবে ঘটবে )
এখন উপরের বাক্যগুলিকে লক্ষ্য করলে বোঝা যায় প্রত্যেকটি বাক্যে ক্রিয়ার কাজগুলি সাধারণ ভাবে ভবিষ্যতে ঘটবে বোঝায় ( They will simply happen in the future )।
ঘটছে, ঘটে , ঘটেছিলো , ঘটেছে নয়। শুধুমাত্র ঘটবে বা কাজটি হবে বোঝায় এই Tense।
বাংলা মূল ক্রিয়া গুলো লক্ষ্য করো। প্রত্যেকটি বাক্যের মূল ক্রিয়ার সাথে -বে , -ব , -বো যুক্ত থাকে। যেমন যাওয়া মূল ক্রিয়া , ভবিষ্যৎ বোঝাতে যাবে ; করা মূল ক্রিয়া, ভবিষ্যৎ বোঝাতে করবে। এরকম বাংলা বাক্যগুলো simple future tense or future indefinite tense এ থাকে।
এখন কোনো বাক্য যে simple future tense or future indefinite tense এ আছে কি করে বুঝবে?
Very simple.
i) বাক্যটির কাজ টি ভবিষ্যৎ কালে ঘটবে বোঝাবে ।
ii) সাধারণ ভাবে শুধু মাত্র মূল ক্রিয়ার সাথে -বে , -ব , -বো যুক্ত থাকে।
তাহলে এখন তোমরা বাংলা বাক্য দেখে বুঝতে পারবে কোন বাক্যগুলো simple future tense or future indefinite tense এ আছে। যদি না পারো ওপর থেকে আরো একবার পড়ে এসো।
এখন কোনো বাংলা বাক্যের Tense কিভাবে চেনা যায় তা তোমরা শিখে নিয়েছো। এবারে আর একটিই কাজ থাকে, তাহলো কিভাবে বাক্যগুলিকে translation করা হবে। Translation করার জন্য তোমাকে নিচের Sentence Form টি অনুসরণ ( follow) করতে হবে।
Future Indefinite Tense এর গঠন প্রণালী
Simple Future Tense Structure / Future Indefinite Tense Structure or
Sentence Form: Subject + shall/will + Main Verb + Object
এখন, Simple future tense অথবা Future indefinite tense এ বিভিন্ন person এর পর shall অথবা will কিভাবে বসে একবার দেখে নেওয়া যাক।
এখন দেখা যাক Simple Future Tense Structure / Future Indefinite Tense Structure কে follow করে আমরা কিভাবে Translation করতে পারি।
উপরের একটা বাক্য নিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করি।
উদাহরণ: আমি রাতে রুটি খাবো।
এই বাক্যটি তে subject হলো আমি, অর্থাৎ I এবং verb হলো খাওয়া, অর্থাৎ eat এবং object হলো রুটি অর্থাৎ bread. সুতরাং ইংরেজি Sentence Form অনুযায়ী আগে বাংলা বাক্যটিকে সাজায় । [ Subject, verb, Object এবং অন্যান্য basic grammar জানার জন্য তোমরা পড়ো এই ব্লগে Basic Grammar অংশটি। ]
Simple Future Tense Sentence Structure : Subject + shall/will + Main Verb + Object
আমি রাতে রুটি খাবো।
= আমি + খাবো (খাওয়া ) + রুটি + রাতে
= আমি খাবো রুটি রাতে।
Simple Future Tense Sentence Structure : Subject + shall/will + Main Verb + Object
= I ( Subject ) + shall + eat ( Main Verb ) + bread ( Object ) + at night ( Other word ).
= I shall eat bread at night.
একই ভাবে অন্য বাক্যগুলো কে translate করা যায়।
পরের বাক্যটি হলো
সে আগামী কাল আমার কাছে আসবে।
Simple future tense structure বা Future indefinite Tense structure হলো
Subject + shall/will + main verb + object
এবারে Tense structure অনুযায়ী বাংলা বাক্যটিকে সাজিয়ে পাই
সে আসবে আমার কাছে আগামী কাল।
= He ( Subject ) + will + come (main verb ) + ( no object here এখানে কোনো object নেই ) + to me tomorrow ( other words ).
[এই sentence এ কোনো object নেই। ]
= He will come to me tomorrow.
অথবা,
= Tomorrow he will come to me.
পরের বাক্যটি হলো
মিতা আগামী সোমবার ঢাকা যাবে।
Simple future tense structure বা Future indefinite Tense structure হলো
Subject + shall/will + main verb + object
এবারে Tense structure অনুযায়ী বাংলা বাক্যটিকে সাজিয়ে পাই
মিতা যাবে ঢাকা আগামী সোমবার ।
Subject + shall/will + main verb + object
= Mita (Subject ) + will + go (main verb ) + ( no object here, এখানে কোনো object নেই ) to Dhaka next Monday ( other words ).
= Mita will go to Dhaka next Monday
অথবা,
= Next Monday Mita will go to Dhaka.
আরো দেখো,
তিনি আমাদের সবকিছু জানাবেন।
Simple future tense structure বা Future indefinite Tense structure হলো
Subject + shall/will + main verb + object
বাংলা বাক্যটিকে tense structure অনুযায়ী সাজিয়ে পাই,
তিনি জানাবেন আমাদের সবকিছু।
Subject + shall/will + main verb + object
= She ( Subject ) + will + tell ( main verb ) + us (object ) + everything ( another object ). [ একটি sentence এ দুটি object থাকতে পারে। ]
= She will tell us everything.
পরের বাক্যটি ,
রিতু বুধবার আগরতলা থেকে ফিরবে।
Simple future tense structure বা Future indefinite Tense structure হলো
Subject + shall/will + main verb + object
এবারে Tense structure অনুযায়ী বাংলা বাক্যটিকে সাজিয়ে পাই
রিতু ফিরবে আগরতলা থেকে আগামীকাল।
Subject + shall/will + main verb + object
= Ritu ( Subject ) + will + return (main verb ) + (No object ) + from Agartala tomorrow .
= Ritu will return from Agartala tomorrow.
অথবা,
= Tomorrow Ritu will return from Agartala.
উপরের আরেকটি বাক্য দেখো ,
তারা এখানে একটি স্ট্যাচু তৈরি করবে।
Simple future tense structure বা Future indefinite Tense structure হলো
Subject + shall/will + main verb + object
বাক্যটিকে tense structure অনুযায়ী সাজিয়ে পাওয়া জয়।
তারা তৈরী করবে একটি স্ট্যাচু এখানে।
Subject + shall/will + main verb + object
= They (Subject ) + will + make (main verb ) a statue (object ) here ( other words ).
= They will make a statue here.
অথবা,
= Here they will make a statue.
Simple future tense অথবা Future indefinite tense এ be verb এর অন্য কোনো রূপ হয় না। Be verb টিই এসে বসে। বিভিন্ন person এর পর be verb কিভাবে বসে একবার দেখে নেওয়া যাক।
এখন কয়েকটি table এর মাধ্যমে তোমাদের দেখাবো Simple future tense অথবা Future indefinite tense এ number এবং person অনুযায়ী Sentence গুলির পরিবর্তন কিভাবে হয়। যখন be verb, have verb এবং do verb -- main verb হিসেবে বসে, তখন sentence গুলি কেমন হয় লক্ষ্য করো।
Be verb as the Main Verb:
Have verb as the Main Verb:
এখন দেখা যাক Simple future tense বা Future indefinite tense এ Affirmative Sentence (হ্যাঁ বাচক বাক্য ) , Negative Sentence (না বাচক বাক্য ), Interrogative Sentence (প্রশ্ন বোধক বাক্য ) , এবং Negative-Interrogative Sentence (না - প্রশ্ন বোধক ) বাক্য কিভাবে লেখা হয়।
আমরা এখানে আলোচনা করেছি We have discussed here:
Future Tense
Future Tense এর উদাহরণ
Future Indefinite Tense kake bole in bengali?
Future Tense কাকে বলে ? কত প্রকার ও কি কি?
Future Tense Worksheet
Future Tense Examples
Future Tense Exercises
Future Tense Formula
Future Tense Worksheet for Class 3
Future Tense Structure
Future Tense Types
Future Tense Rules
Future Indefinite Tense Examples or
Simple Future Tense Examples
Future Indefinite Tense Worksheet or
Simple Future Tense Worksheet
Future Indefinite Tense Example Bengali to English or
Simple Future Tense Example Bengali to English
What is Simple Future Tense?
What is Simple Future Tense with Examples?
Simple Future Tense কাকে বলে?
Future Indefinite Tense কাকে বলে?
Simple Future Tense এর উদাহরণ
Future Indefinite Tense এর উদাহরণ
Future Indefinite Tense bangle
Future Indefinite Tense এর গঠন
ফিউচার ইন্ডিফিনিট টেন্স এর উদাহরণ
Future Indefinite Tense এর গঠন প্রণালী
Future Indefinite Tense সহজে শেখার কৌশল
Future Indefinite Tense সহজে মনে রাখার নিয়ম
Simple Future Tense bangle
Simple Future Tense এর গঠন
Simple Future Tense এর গঠন প্রণালী
Simple Future Tense সহজে শেখার কৌশল
Simple Future Tense সহজে মনে রাখার নিয়ম
Future Indefinite Tense in Bengali
Simple Future Tense in Bengali
বাংলায় Future Indefinite Tense
বাংলায় Simple Future Tense
Future Indefinite Tense kake bole
Simple Future Tense kake bole
Future Indefinite Tense bangla example
Simple Future Tense bangla example
See more topics :
0 Comments
Please, do not enter any spam link in the comment box.