Present Indefinite Tense
এখন আমরা আলোচনা করবো Present Indefinite Tense নিয়ে। জেনে রাখা দরকার এই Tense টিকে Simple Present Tense অথবা Present Simple Tense ও বলা হয়।
এখন কাকে বলে Present Indefinite Tense চলো জেনে নেওয়া যাক।
Present Indefinite Tense: কোনো কাজ বর্তমান কালে সাধারণ ভাবে হয় বা ঘটে বোঝালে Present Indefinite Tense হয়।
Present = বর্তমান , এবং Indefinite = সাধারণ ভাবে ঘটে। অর্থাৎ, definite বা নির্দিষ্ট কিছু নয়।
সুতরাং, নামের মধ্যেই আছে Tense টির বৈশিষ্ট্য।
এখন কয়েকটি উদাহরণ দিলে বিষয়টি আরো স্পষ্ট হবে।
কিছু সাধারণ ভাবে ঘটে এমন বাক্য লক্ষ্য করো :
পাখিরা আকাশে ওড়ে। (সাধারণতঃ ওড়ে )
বর্ষাকালে বৃষ্টি হয়। (সাধারণতঃ বৃষ্টি হয় )
আমি রাতে রুটি খাই। (সাধারণতঃ রুটি খাই )
প্রশান্ত আমার ভাই। (সাধারণতঃ হয় আমার ভাই )
বাবা সকালে সংবাদ পত্র পড়েন। (সাধারণতঃ পড়েন )
দাদু রোজ সকালে হাঁটতে যান। (সাধারণতঃ হাঁটতে যান )
এখন উপরের বাক্যগুলিকে লক্ষ্য করলে বুঝতে পারবে প্রত্যেকটি বাক্যে ক্রিয়ার কাজগুলি সাধারণত ঘটে বোঝায় ( normally happens)।
ঘটছে, ঘটেছিলো, ঘটবে, ঘটেছে, নয়। শুধুমাত্র ঘটে।
বাংলা ক্রিয়া লক্ষ্য করো। শুধু মাত্র মূল ক্রিয়া থাকবে। তার সাথে কিছু যুক্ত থাকবে না। যেমন হাঁটা মূল ক্রিয়া - হাঁটা , হাঁটি , হাঁটে , হাঁটো থাকতে পারে। আর কিছু যুক্ত থাকবে না।
এখন কোনো বাক্য যে Present Indefinite Tense এ আছে কি করে বুঝবে?
Very simple.
i) বাক্যটি বর্তমান কালে ঘটে ।
ii) সাধারণ ভাবে ঘটে, যেমন - রীতেশ বাজারে যায়।
iii) কোনো সাধারণ নিয়ম তাই ঘটে , যেমন - সূর্য পূর্বদিকে ওঠে।
iv) কারো অভ্যেস তাই ঘটে , যেমন - তিনি রোজ সকালে হাঁটেন।
v) ইতিহাসের ঘটনা , যেমন - আকবরের পর সিংহাসনে বসেন তার পুত্র জাহাঙ্গীর।
v) এবং লক্ষ্য রাখবে বাংলা বাক্যে শুধুমাত্র মূল ক্রিয়া থাকবে।
তাহলে এখন তোমরা বাংলা বাক্য দেখে বুঝতে পারবে কোন বাক্যগুলো Present Indefinite Tense এ আছে। যদি না পারো ওপর থেকে আরো একবার পড়ে এসো।
এখন কোনো বাংলা বাক্যের Tense চেনার পর আর একটিই কাজ থাকে, তাহলো কিভাবে translation করা হবে। Translation করার জন্য তোমাকে নিচের Sentence Form টি অনুসরণ ( follow) করতে হবে।
Sentence Form: Subject + Main Verb + Object
এখন দেখা যাক Sentence Form কে follow করে আমরা কিভাবে Translation করতে পারি।
উপরের একটা বাক্য নিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করি।
উদাহরণ: আমি রাতে রুটি খাই।
এই বাক্যটি তে subject হলো আমি, অর্থাৎ I এবং verb হলো খাওয়া, অর্থাৎ eat এবং object হলো রুটি অর্থাৎ bread. সুতরাং ইংরেজি Sentence Form অনুযায়ী আগে বাংলা বাক্যটিকে সাজায় । [ Subject, verb, Object এবং অন্যান্য basic grammar জানার জন্য তোমরা পড়ো এই ব্লগে Basic Grammar অংশটি। ]
Sentence Form: Subject + Main Verb + Object
= আমি + খাই (খাওয়া ) + রুটি + রাতে
= আমি খাই রুটি রাতে।
= I + eat + bread + at night.
= I eat bread at night.
একই ভাবে, পাখিরা আকাশে ওড়ে।
Subject + Main Verb + Object
= পাখিরা ওড়ে আকাশে।
= Birds fly in the sky.
বর্ষাকালে বৃষ্টি হয়।
= বৃষ্টি হয় বর্ষাকালে ।
= It rains in the rainy season.
প্রশান্ত আমার ভাই।
= প্রশান্ত (হয় )আমার ভাই।
= Prashanta is my brother.
বাবা সকালে সংবাদ পত্র পড়েন।
= বাবা পড়েন সংবাদ পত্র সকালে।
= Dad reads the newspaper in the morning.
দাদু রোজ সকালে হাঁটতে যান।
= দাদু যান হাঁটতে রোজ সকালে ।
= Grandpa goes for a walk every morning.
এখন, Present Indefinite Tense এর বিশেষ নিয়ম হলো Subject যদি Third person singular number হয়, main verb এর পর s/es বসে। কয়েকটি উদাহরণ দেখো।
সে রোজ সকালে বাজারে যায়।
He goes to the market every morning.
তিনি প্রায়শই আমাকে সাহায্য করেন।
He often helps me.
দাদু রোজ সকালে হাঁটতে যান।
Grandpa goes for a walk every morning.
এখন কয়েকটি table এর মাধ্যমে তোমাদের দেখাবো কিভাবে number এবং person অনুযায়ী verb গুলির পরিবর্তন হয়।
Be verb এর পরিবর্তন লক্ষ্য করো।
এবার দেখো Have verb এর কোথায় এবং কি পরিবর্তন হয়।
এবার Do verb এর পরিবর্তন লক্ষ্য করো।
এখন দেখা যাক Present Indefinite Tense এ Affirmative Sentence (হ্যাঁ বাচক বাক্য ) , Negative Sentence (না বাচক বাক্য ), Interrogative Sentence (প্রশ্ন বোধক বাক্য ) , এবং Negative-Interrogative Sentence (না - প্রশ্ন বোধক ) বাক্য কিভাবে লেখা হয়।
Present Indefinite Tense এ Affirmative Sentence (হ্যাঁ বাচক বাক্য ) এর Sentence Form: Subject + Main Verb + Object
এখন একটা উদাহরণ দেখা যাক।
রমাকান্ত বাবু বই লেখেন।
তাহলে Sentence Form হলো : Subject + Main Verb + Object
= রমাকান্ত বাবু লেখেন বই।
= Ramakanta Babu ( Subject) + writes ( Main Verb) + books ( Object).
= Ramakanta Babu writes books.
এবার দেখো
Present Indefinite Tense এ Negative Sentence (না বাচক বাক্য ) এর Sentence Form: Subject + do not / does not + Main Verb + Object
এখন উপরের বাক্যটিকে Negative করলে হবে
রামকান্ত বাবু বই লেখেন না।
এখন Sentence Form অনুযায়ী
রামকান্ত বাবু বই লেখেন না।
= রামকান্ত বাবু লেখেন না বই।
= Ramakanta Babu ( Subject) + does not + write ( Main Verb) + books ( Object).
= Ramakanta Babu does not write books.
এবার দেখো
Present Indefinite Tense এ Interrogative Sentence (প্রশ্ন বোধক বাক্য ) এর Sentence Form: Do / Does + Subject + Main Verb + Object?
এখন উপরের বাক্যটিকে Interrogative করলে হবে
রামকান্ত বাবু কি বই লেখেন?
এখন Sentence Form follow করলে দাঁড়ায়
রামকান্ত বাবু কি বই লেখেন?
= Does + Ramakanta Babu ( Subject) + write ( Main Verb) + books ( Object )?
= Does Ramakanta Babu write books?
এবার দেখো
Present Indefinite Tense এ Negative-Interrogative Sentence (না - প্রশ্ন বোধক ) বাক্য এর Sentence Form: Do / Does + Subject + not + Main Verb + Object ?
একটি উদাহরণের সাহায্যে বিষয়টি দেখা যাক।
তিনি কি বই লেখেন না?
= Does + he (Subject) + not + write (Main Verb) + books (Object) ?
= Does he not write books?
এখানে মনে রাখতে হবে Subject যদি Pronoun হয়, not Pronoun এর পরে বসে। এবং Subject যদি Noun হয় , not Noun এর আগে বসে। উপরের উদাহরণে Subject Pronoun ( সে = he) , তাই not subject এর পরে বসেছে।
আরো একটি উদাহরণ দেখা যাক।
রামকান্ত বাবু কি বই লেখেন না?
= Does not Ramakanta Babu write books?
এই উদাহরণে Subject Noun ( রামকান্ত বাবু = Ramakanta Babu) , তাই not subject এর আগে বসেছে।
আমরা আলোচনা করলাম We discussed:
Present Indefinite Tense এর বাংলা উদাহরণ
Present Indefinite Tense বাংলা উদাহরণ
Present Indefinite Tense বাংলায়
Present Indefinite Tense examples in Bengali
Present Indefinite Tense example in Bangla
Present Indefinite Tense in Bengali
Present Indefinite Tense exercise
Present Indefinite Tense negative sentence
Present Indefinite Tense Affirmative sentence
Present Indefinite Tense formula and examples
Tense বাংলায়
present in Bengali
Present Indefinite Tense চেনার উপায়
Present Indefinite Tense kake bole
Present Indefinite Tense কাকে বলে
Present Indefinite Tense কাকে বলে? উদাহরণ?
Present Indefinite Tense worksheet
Simple Present Tense এর বাংলা উদাহরণ
Simple Present Tense বাংলা উদাহরণ
Simple Present Tense বাংলায়
Simple Present Tense examples in Bengali
Simple Present Tense example in Bangla
Simple Present Tense in Bengali
Simple Present Tense exercise
Simple Present Tense negative sentence
Simple Present Tense Affirmative sentence
Simple Present Tense formula and examples
Simple Present Tense চেনার উপায়
Simple Present Tense kake bole
Simple Present Tense কাকে বলে
Simple Present Tense কাকে বলে ? উদাহরণ ?
Simple Present Tense worksheet
Present
Indefinite Tense structure
Present Indefinite Tense Formula and examples
Present
Indefinite Tense rules
Present
Indefinite Tense types
Present
Indefinite Tense definition
Present
Indefinite Tense examples
Present
Indefinite Tense example
Simple Present Tense structure
Simple Present Tense rules
Simple Present Tense types
Simple Present Tense definition
Simple Present Tense examples
Simple Present Tense example
Present Indefinite Tense
bangle
Present Indefinite Tense
এর গঠন
Present Indefinite Tense
এর গঠন প্রণালী
Present Indefinite Tense
সহজে শেখার কৌশল
Present Indefinite Tense
সহজে মনে রাখার নিয়ম
Simple Present Tense bangle
Simple Present Tense এর গঠন
Simple Present Tense এর গঠন প্রণালী
Simple Present Tense সহজে শেখার কৌশল
Simple Present Tense সহজে মনে রাখার নিয়ম
What is Present
Indefinite Tense?
What
is Present Indefinite Tense with examples?
What is Simple Present Tense?
What
is Simple Present Tense with examples?
প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স
Present Indefinite Tense এর ব্যবহার
Present Indefinite Tense structure
Als See the Topics below:
0 Comments
Please, do not enter any spam link in the comment box.