Advertisement

Past Perfect Continuous Tense

 



Past Perfect Continuous Tense: 


এখন দেখা যাক Past Perfect Continuous Tense কাকে বলে? 

Past Perfect Continuous Tense: কোনো কাজ অতীত কালে একটা নির্দিষ্ট সময়ের আগে শুরু হয়ে দীর্ঘ সময় ধরে হচ্ছিলো, ঘটছিলো, বা ঘটে চলছিলো বোঝালে Past Perfect Continuous Tense হয়।  

এছাড়াও, অতীতে একটা কাজ ঘটার পূর্বে অন্য একটি কাজ দীর্ঘ সময় ধরে হচ্ছিলো, ঘটছিলো, বা ঘটে চলছিলো বোঝালে Past Perfect Continuous Tense হয়। 


i) অতীত কালে কোনো নির্দিষ্ট সময়ের আগে যে কাজ একটা দীর্ঘ সময় ধরে ঘটে চলছিলো, তা Past Perfect Continuous Tense এর অন্তর্ভুক্ত। মনে রাখতে হবে এই Tense এ বাক্যের ক্রিয়ার কাজগুলি  শুধু অতীতে ঘটে চলছিলো বোঝায় তাই নয়, তা একটা দীর্ঘ সময় ধরে ঘটে চলছিলো বোঝায়। 

ii) এবং কখনো কখনো অতীতে একটা কাজের আগে অপর একটি কাজ দীর্ঘ সময় ধরে ঘটছিলো বোঝায় কয়েকটি বাংলা বাক্যের উদাহরণ দিলে বোঝা যাবে কোন ধরণের বাংলা বাক্য গুলি এই Tense এর অন্তর্গত। 

নিচের বাক্যগুলি লক্ষ্য করো। 

i )   গতকাল সকালে আমি ২ ঘন্টা ধরে একটা বই পড়ছিলাম। (অতীতে দীর্ঘ সময় ধরে )

ii)   বিকালে ছেলেরা অনেক্ষণ ধরে মাঠে খেলা করছিলো। (অতীতে দীর্ঘ সময় ধরে  )

iii)   সেই সময় তিনি দুই মাস ধরে একটি বই লিখছিলেন। ( অতীতে দীর্ঘ সময় ধরে )

iv)  গত বছর তারা ৮  মাস ধরে একটা প্রজেক্টে কাজ করছিলেন। ( অতীতে দীর্ঘ সময় ধরে)

v)   গত পরশু জেলেরা দুই ঘন্টা ধরে নদীতে মাছ ধরছিল। ( অতীতে দীর্ঘ সময় ধরে )

vi)   মিস্টার দাস যখন স্কুলে আসেন ২০১০ সালে, মিস্টার সাহা তখনই সেখানে ৫ বছর  শিক্ষকতা করছিলেন । ( অতীতে দীর্ঘ সময় ধরে )

এখন, উপরের প্রত্যেকটি বাক্যের ক্রিয়া গুলি লক্ষ্য করলে বোঝা যায় ক্রিয়া গুলির কাজ বা action of the verb অতীতে দীর্ঘ সময় ধরে চলছিলো। অর্থাৎ কাজগুলি শুরু হয়েছিল অতীতে একটা নির্দিষ্ট সময়ের আগে, তারপর দীর্ঘ সময় ধরে চলছিলো।  


এখন কিভাবে Past Perfect Continuous Tense চিনবে?

প্রশ্ন করো, কাজটি কি অতীতে দীর্ঘ সময় ধরে ঘটছিলো ? কাজটি কি অতীতে একটা নির্দিষ্ট সময়ের আগে শুরু হয়ে দীর্ঘ সময় ধরে ঘটছিলো? অথবা অতীতে একটি কাজ শুরু হওয়ার আগে কি কাজটি দীর্ঘ সময় ঘরে ঘটছিলো? যদি উত্তর হয় - হ্যাঁ। Sentence টি অবশ্যই Past Perfect Continuous Tense এ আছে।

এখন Tense চেনার পর আর একটি কাজই বাকি থাকে তা হলো কিভাবে বাংলা বাক্যটিকে ইংরেজিতে translation করবে। 


এখন দেখে নেওয়া যাক Past Perfect Continuous Tense এর Sentence Form.

Sentence Form: Subject + had been + Main Verb + ing + Object 

had been হলো Past Perfect Tense এ Be Verb এর রূপ। এখন, Subject এর পর Past Perfect Continuous Tense এ had been কিভাবে বসে একবার দেখে নেওয়া যাক। 






এখন দেখা যাক Sentence Form কে follow করে আমরা কিভাবে Translation করতে পারি।  


উপরের একটা বাক্য নিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করি। 
প্রথম বাক্যটি হলো 

  গতকাল সকালে আমি ২ ঘন্টা ধরে একটা বই পড়ছিলাম। 

Past Perfect Continuous Tense এর  Sentence form : 

Subject + had been + Main Verb + ing + Object 

এখন Sentence form কে follow করে বাক্যটিকে সাজিয়ে পাই : 

গতকাল সকালে আমি পড়ছিলাম একটা বই ২ ঘন্টা ধরে। 

Subject + had been + Main Verb + ing + Object 

=   Yesterday morning ( Other words ) I (Subject ) + had been + read (Main Verb ) + ing + a book (Object ) for 2 hours. 

=  Yesterday morning I had been reading a book for 2 hours.  

এবারে পরের বাক্যটি দেখো , 

 বিকালে ছেলেরা অনেক্ষণ ধরে মাঠে খেলা করছিলো। 

Sentence form follow করে বাক্যটিকে পাই : 

 বিকালে ছেলেরা খেলা করছিলো মাঠে অনেক্ষণ ধরে ।

Sentence form: Subject + had been + Main Verb + ing + Object 

=  In the afternoon ( Other words ), the boys (Subject ) + had been + play ( Main Verb ) + ing + on the field for a long time ( Other words ).  ( No Object ) 

=  In the afternoon, the boys had been playing on the field for a long time. 

পরের বাক্যটি হলো : 

সেই সময় তিনি দুই মাস ধরে একটি বই লিখছিলেন। 

বাক্যটি কে Sentence Form অনুযায়ী সাজিয়ে পাই:  

=  সেই সময় তিনি লিখছিলেন একটি বই দুই মাস ধরে । 

 Subject + had been + Main Verb + ing + Object 

=  At that time ( Other words ), he (Subject ) + had been + write ( Main Verb ) + ing + a book (Object ) for two months ( Other words ). 

=   At that time, he had been writing a book for two hours. 

পরের বাক্যটি দেখো : 

গত বছর তারা ৮  মাস ধরে একটা প্রজেক্টে কাজ করছিলেন। 

বাক্যটি কে Sentence Form অনুযায়ী সাজিয়ে পাই: 

=  গত বছর তারা কাজ করছিলেন একটা প্রজেক্টে  ৮  মাস ধরে । 

 Subject + had been + Main Verb + ing + Object 

=   Last year ( Other words ) they ( Subject ) + had been + work ( Main Verb ) + ing + on a project ( Object ) for 8 months. 

=   Last year they had been working on a project for 8 months. 

পরের বাক্যটি : 

 গত পরশু জেলেরা দুই ঘন্টা ধরে নদীতে মাছ ধরছিল। 

এখন Sentence form কে follow করে বাক্যটিকে সাজিয়ে পাই : 

=    গত পরশু জেলেরা মাছ ধরছিল নদীতে দুই ঘন্টা ধরে ।

Subject + had been + Main Verb + ing + Object 

=   The day before yesterday ( Other words ) the fishermen ( Subject ) + had been + fish ( Main Verb ) + ing + in the river for two hours. ( No Object )  

=   The day before yesterday the fishermen had been fishing in the river for two hours.

আরো দেখো : 

মিস্টার দাস যখন স্কুলে আসেন ২০১০ সালে, মিস্টার সাহা তখনই সেখানে ৫ বছর শিক্ষকতা করছিলেন।  

এখন Sentence form কে follow করে বাক্যটিকে সাজিয়ে পাই : 

=   মিস্টার দাস যখন স্কুলে আসেন ২০১০ সালে, মিস্টার সাহা শিক্ষকতা করছিলেন তখনই সেখানে ৫ বছর । 

এই বাক্যে, মিস্টার দাস যখন স্কুলে আসেন ২০১০ সালে - অংশটি  Past Indefinite Tense এ এবং মিস্টার সাহাতখনই সেখানে ৫ বছর শিক্ষকতা করছিলেন  - অংশটি Past Perfect Continuous Tense এ লেখা হবে। 

Past Perfect Continuous Tense এর  Sentence form : 
Subject + had been + Main Verb + ing + Object 

=   When Mr. Das came to the school in 2010 ( Past Indefinite Tense ), Mr. Saha ( Subject )  + had already been + teach ( Main Verb ) + ing + there for 5 years ( Other words ). ( No Object ) 

=   When Mr. Das came to the school in 2010 ( Past Indefinite Tense ), Mr. Saha had already been teaching there for 5 years ( Past Perfect Continuous Tense ). 

=   When Mr. Das came to the school in 2010, Mr. Saha had already been teaching there for 5 years. 


এখন কয়েকটি table এর মাধ্যমে তোমাদের দেখাবো কিভাবে Past Perfect Continuous Tense এ  number এবং person অনুযায়ী Sentence গুলির পরিবর্তন হয়। 

Be verb as the Main Verb:  




Have verb as the Main Verb:




Now, do verb as the Main Verb: 




এখন দেখা যাক Past Perfect Continuous Tense এ Affirmative Sentence (হ্যাঁ বাচক বাক্য ) , Negative Sentence (না বাচক বাক্য ), Interrogative Sentence (প্রশ্ন বোধক বাক্য ) , এবং Negative-Interrogative Sentence (না - প্রশ্ন বোধক ) বাক্য  কিভাবে লেখা হয়।



Past Perfect Continuous Tense এ Affirmative Sentence (হ্যাঁ বাচক বাক্য ) এর Sentence Form: 
Subject + had been + Main Verb + ing + Object

এখন একটা উদাহরণ দেখা যাক। 

সেই সময় তিনি দুই মাস ধরে একটি বই লিখছিলেন। 

তাহলে Sentence Form হলো : 
Subject + had been + Main Verb + ing + Object 

=    সেই সময় তিনি লিখছিলেন একটি বই দুই মাস ধরে । 

=    At that time he ( Subject) + had been + write ( Main Verb) + ing + a book ( Object) + for two months.

=    At that time he had been writing a book for two months. 

এখন উপরের বাক্যটিকে Negative করলে হয় 

সেই সময় তিনি দুই মাস ধরে একটি বই লিখছিলেন না। 

তাহলে এবার দেখা যাক Sentence Form. 

Past Perfect Continuous Tense এ Negative Sentence (না বাচক বাক্য ) এর Sentence Form: 
Subject + had not been + Main Verb + ing + Object 

তাহলে, সেই সময় তিনি দুই মাস ধরে একটি বই লিখছিলেন না। 

Sentence Form: 
Subject + had not been + Main Verb + ing + Object 

=     সেই সময় তিনি লিখছিলেন না একটি বই দুই মাস ধরে । 
=    At that time he ( Subject) + had not been + write ( Main Verb) + ing + a book + for two months. 

=    At that time he had not been writing a book for two months. 
[ এখন প্রশ্ন হলো not কোথায় বসে? Auxiliary verb টি single worded বা multi worded হতে পারে। Not সর্বদা প্রথম word এর পরে বসে।]  

একই ভাবে বাক্যটি কে Interrogative (প্রশ্নবোধক ) করলে পাই।
 
সেই সময় তিনি কি দুই মাস ধরে একটি বই লিখছিলেন ?

এখন  Past Perfect Continuous Tense এ Interrogative Sentence (প্রশ্ন বোধক বাক্য ) এর Sentence Form: 
Had + subject + been + Main Verb + ing + Object ? 

সেই সময় তিনি কি লিখছিলেন একটি বই দুই মাস ধরে? 

= Had + subject + been + Main Verb + ing + Object ? 

=  At that time had + he ( Subject ) + been + write ( Main Verb) + ing + a book ( Object) + for two months? 

=  At that time had he been writing a book for two months? 

এখন উপরে বাক্যটিকে Negative - Interrogative Sentence করলে পাই 

 সেই সময় তিনি কি দুই মাস ধরে একটি বই লিখছিলেন না? 

Past Perfect Continuous Tense এ Negative-Interrogative Sentence (না - প্রশ্ন বোধক ) এর Sentence Form:
 Had  + subject + not been + Main Verb + ing + Object ?   

সেই সময় তিনি কি লিখছিলেন না একটি বই দুই মাস ধরে? 
= At that time had + he ( Subject) + not been+ write ( Main Verb) + ing + a book ( Object) + for two months ?
=  At that time had he not writing a book for two months ? 

এখানে মনে রাখতে হবে Subject যদি Pronoun হয়,  not  Pronoun এর পরে বসে।  এবং Subject যদি Noun হয় ,  not   Noun এর আগে বসে। উপরের উদাহরণে Subject Pronoun ( তিনি = he) , তাই not subject এর পরে বসেছে। 
আরো  একটি উদাহরণ দেখা যাক।

গত কাল ছেলেরা কি অনেক্ষণ ধরে মাঠে খেলা করছিলো না?  
=   Had not the boys been playing on the field for a long time yesterday? 

এই উদাহরণে Subject Noun ( ছেলেরা  = the boys) , তাই not subject এর আগে বসেছে।  

আমরা আলোচনা করলাম  We discussed:

Past Perfect Continuous Tense এর বাংলা উদাহরণ

Past Perfect Continuous Tense বাংলা উদাহরণ

Past Perfect Continuous Tense বাংলায়

Past Perfect Continuous Tense examples in bengali 

Past Perfect Continuous Tense example in bangla 

Past Perfect Continuous Tense in bengali 

Past Perfect Continuous Tense exercise 

Past Perfect Continuous Tense negative sentence 

Past Perfect Continuous Tense Affirmative sentence 

Past Perfect Continuous Tense formula and examples 

Tense বাংলায় 

Past in bengali 

Past Perfect Continuous Tense চেনার উপায় 

Past Perfect Continuous Tense kake bole 

Past Perfect Continuous Tense কাকে বলে 

Past Perfect Continuous Tense কাকে বলে ? উদাহরণ ? 

Past Perfect Continuous Tense bangle

Past Perfect Continuous Tense এর গঠন

Past Perfect Continuous Tense এর গঠন প্রণালী

Past Perfect Continuous Tense সহজে শেখার কৌশল

Past Perfect Continuous Tense সহজে মনে রাখার নিয়ম

Past Perfect Continuous Tense worksheet

Past Perfect Continuous Tense structure

Past Perfect Continuous Tense rules

Past Perfect Continuous Tense types

Past Perfect Continuous Tense definition

Past Perfect Continuous Tense examples

Past Perfect Continuous Tense example

What is Past Perfect Continuous Tense?

What is Past Perfect Continuous Tense with examples?

পাস্ট পারফেক্ট কন্টিনুয়াস টেন্স



See More Topics: 


Post a Comment

0 Comments