Present Continuous Tense
এখন দেখা যাক Present Continuous Tense কাকে বলে?
Present Continuous Tense: কোনো কাজ বর্তমান কালে হচ্ছে, ঘটছে, বা ঘটে চলছে বোঝালে Present Continuous Tense হয়।
Present = বর্তমান , Continuous = ঘটমান বা যা ঘটে চলছে।
অর্থাৎ Tense টির নামের মধ্যেই আছে এর বৈশিষ্ট্য। বর্তমান কালে যা ঘটে চলছে , তা Present Continuous Tense এর অন্তর্ভুক্ত।
মনে রাখতে হবে এই Tense এ বাক্যের ক্রিয়ার কাজগুলি এই মুহূর্তে ঘটে চলছে বোঝায়। কয়েকটি বাংলা বাক্যের উদাহরণ দিলে বোঝা যাবে কোন ধরণের বাংলা বাক্য গুলি এই Tense এর অন্তর্গত।
নিচের বাক্যগুলি লক্ষ্য করো।
i ) আমি একটি বই পড়ছি। ( এখন পড়ছি )
ii) ছেলেরা মাঠে খেলা করছে। ( এখন খেলা করছে )
iii) রাম ফুল তুলছে। ( এখন তুলছে )
iv) পাখিটি আকাশে উড়ছে। ( এখন উড়ছে )
v) জেলেরা নদীতে মাছ ধরছে। ( এখন ধরছে )
vi) বাবা সংবাদ পত্র পড়ছেন। ( এখন পড়ছেন )
এখন, উপরের প্রত্যেকটি বাক্যের ক্রিয়া গুলি লক্ষ্য করলে বোঝা যায় ক্রিয়া গুলির কাজ বা action of the verb এই মুহূর্তে চলছে। অর্থাৎ কাজগুলি শুরু তো হয়েছে কিন্তু এখনো শেষ হয়নি।
এখন কিভাবে Present Continuous Tense চিনবে?
প্রশ্ন করো, কাজটি কি এখন ঘটছে ? কাজটি কি অতীতে শুরু হয়ে এই মুহূর্তে ঘটমান? যদি উত্তর হয় - হ্যাঁ। Sentence টি অবশ্যই Present Continuous Tense এ আছে।
এখন Tense চেনার পর আর একটি কাজই বাকি থাকে তা হলো কিভাবে বাংলা বাক্যটিকে ইংরেজিতে translation করবে।
এখন দেখে নেওয়া যাক Present Continuous Tense এর Sentence Form.
Sentence Form: Subject + am/is/are + Main Verb + ing + Object
Am / is / are হলো Present Tense এ Be Verb এর রূপ। এখন, Subject এর পর am / is / are কিভাবে বসে একবার দেখে নেওয়া যাক।
আমরা আলোচনা
করলাম We discussed:
Present Continuous Tense এর বাংলা উদাহরণ
Present Continuous Tense বাংলা উদাহরণ
Present Continuous Tense বাংলায়
Present Continuous Tense examples in bengali
Present Continuous Tense example in bangla
Present Continuous Tense in bengali
Present Continuous Tense exercise
Present Continuous Tense negative sentence
Present Continuous Tense Affirmative sentence
Present Continuous Tense formula and examples
Tense বাংলায়
present in bengali
Present Continuous Tense চেনার উপায়
Present Continuous Tense kake bole
Present Continuous Tense কাকে বলে
Present Continuous Tense কাকে বলে ? উদাহরণ ?
Present Continuous Tense bangle
Present Continuous Tense এর গঠন
Present Continuous Tense এর গঠন প্রণালী
Present Continuous Tense সহজে শেখার কৌশল
Present Continuous Tense সহজে মনে রাখার নিয়ম
Present Continuous Tense worksheet
What is Present Continuous Tense?
What
is Present Continuous Tense with examples?
Present Continuous Tense structure
Present Continuous Tense rules
Present Continuous Tense types
Present Continuous Tense definition
Present Continuous Tense examples
Present Continuous Tense example
প্রেজেন্ট কন্টিনুয়াস টেন্স
0 Comments
Please, do not enter any spam link in the comment box.