Grammar এর এই অংশে আমরা একেবারে basic বা শুরুর দিকের বিষয় গুলো নিয়ে আলোচনা করবো। একটা নতুন ভাষা শিখতে গেলে একেবারে শুরু থেকে একটা systematic way তে এগোনো ভালো। যারা ভাষাটি শিখতে চাই তাদের অনেক কাজে লাগবে। এবং যারা শুধু Exam. নিয়ে ভাবছে তাদেরও অনেক কাজে আসবে।
তাহলে প্রথমেই দেখে নিই ভাষা কি? What is language?
Language is a way of communication.
মনের ভাব প্রকাশের মাধ্যম হলো ভাষা।
সেই অর্থে ইশারাও একটি ভাষা। আমরা ইশারা করে বা তার সাথে ধ্বনি উচ্চারণের মাধ্যমে মনের ভাব প্রকাশ করি। আর এই ধ্বনির সাথে অর্থের যোগ রয়েছে। অর্থহীন ধ্বনি যেমন ভাষা নয়, তেমনি অর্থযুক্ত ধ্বনি বর্ণ, শব্দ, বাক্য এবং এইভাবে ভাষায় পরিণত হয়।
তাহলে বর্ণ কাকে বলে? What is a letter?
The written form of a sound is called a letter.
Example : A, B, C, D
ধ্বনির লিখিত রূপ কে বলা হয় বর্ণ।
উদাহরণ- অ, আ, ক, খ, A, B, C, D
এবং বর্ণমালা কি? What is the alphabet?
The total set of letters in a language is called the alphabet.
কোনো ভাষার সকল বর্ণকে একত্রে বলা হয় বর্ণমালা।
সুতরাং একটি ভাষাতে একটিই বর্ণমালা থাকে। ইংরেজিতে A থেকে Z পর্যন্ত একটিই বর্ণমালা বা alphabet আছে।
এখন ইংরেজি ভাষায় প্রধানতঃ দুই প্রকার বর্ণ আছে - Vowel ( স্বরবর্ণ ) এবং Consonant ( ব্যঞ্জনবর্ণ )।
তাহলে Vowel বা স্বরবর্ণ কাকে বলে। What is a vowel?
A vowel is a letter of the alphabet that represents a syllabic speech sound pronounced without any stricture in the vocal tract.
Example- A, E, I, O, and U.
অর্থাৎ, যে বর্ণ উচ্চারণের সময় বাগযন্ত্রে শ্বাসাঘাত না হয়ে বা শ্বাস বাধাপ্রাপ্ত না হয়ে উচ্চারিত হয়, তাকে স্বরবর্ণ বা vowel বলে।।
And what is a consonant?
A consonant is a letter of the alphabet that represents a basic speech sound produced by obstructing the breath in the vocal tract.
Example - B,C,D, F, etc.
অর্থাৎ, যে বর্ণ উচ্চারণের সময় বাগযন্ত্রে শ্বাসাঘাত হয়ে বা শ্বাস বাধাপ্রাপ্ত হয়ে উচ্চারিত হয়, তাকে ব্যাঞ্জনবর্ণ বা consonant বলে।।
W এবং Y Consonant হওয়া সত্বেও Vowel এর মতো আচরণ করে বলে এদের কে Semi - vowel বলা হয়।
Word গঠনেও এদের ভূমিকা Vowel এর মতো। যেমন - Why, Cry, My এই word গুলোতে এরা Vowel এর কাজ করে।
Now, what is a diphthong? Diphthong কি?
A diphthong is a vowel sound formed by the combination of two vowels in a single syllable.
Diphthong কে বলা যেতে পারে যুগ্ম স্বর। যখন দুটি Vowel বা স্বরবর্ণ একই syllable এ যুক্ত হয়ে একটি যৌগিক স্বর গঠন করে, তাকে যুগ্ম স্বর বা diphthong বলে।
যেমন - make শব্দটিতে দুটি vowel আছে a এবং e , তাহলে ae এর যে sound তা হলো diphthong = eI
এখন দেখে নেওয়া যাক word কাকে বলে?
A letter or a group of letters having a meaning is called a word.
Example - A, I. My, You, Sky, etc.
অর্থাৎ, এক বা একাধিক বর্ণ পাশাপাশি বসে একটি অর্থ প্রকাশ করলে, তাকে word বা শব্দ বলে।
Now, what is a syllable? Syllable কি?
A unit of pronunciation having one vowel sound, with or without surrounding consonants, forming the whole or part of a word is called a syllable.
Example - There are two syllables in 'wa-ter',
three syllables in 'hand-ker-chief'
শব্দের যতটুকু অংশ একবারের প্রয়াসে উচ্চারিত হতে পারে, তাকে syllable বলে।
sentence exercise for class 8 sentence exercise for class 5
sentence exercise for class 6 sentence exercise for class 7
Now, what is a sentence? ( বাক্য কি?)
A word or a group of words having a complete sense is called a sentence.
অর্থাৎ, এক বা একাধিক শব্দ (word) পাশপাশি বসে মনের ভাব সম্পূর্ণ রূপে প্রকাশ করলে তাকে sentence বা বাক্য বলে।
এখন মনে রাখতে হবে এখানে sentence এর দুটি শর্তের কথা বলা হয়েছে -
i) এক বা একাধিক word নিয়ে sentence তৈরি হতে পারে।
ii) সম্পূর্ণ মনের ভাব বা a complete sense থাকতে হবে একটি sentence এ।
i) এখন দেখা যাক, এক বা একাধিক word নিয়ে কিভাবে sentence তৈরি হতে পারে।sentence in bengali
Single-Worded Sentence:
একটি word ও sentence হতে পারে যদি তা ওপরের শর্ত দুটি পূরণ করে। তাহলে এমন sentence কে আমরা বলি Single-worded or One-worded sentence.
A word having a complete sense is called Single-worded or One-worded Sentence.
অর্থাৎ একটি শব্দ দিয়ে যদি মনের ভাব সম্পূর্ণ রূপে প্রকাশ পাই তবে তা একটি বাক্য বা sentence হিসেবে গণ্য হবে।
নিচের example গুলি লক্ষ্য করো। Sentence কত প্রকার ও কী কী
Example: Person A: Did you meet Mr. Bose yesterday? (Multi-worded sentence)
Person B: Yes. ( Single-worded sentence)
Person A: Have you found your file?
Person B: No. ( Single-worded sentence)
এবং একের বেশি word দিয়ে তৈরি sentence কে আমরা Multi- worded sentence বলতে পারি। সাধারণতঃ sentence বলতে আমরা multi- worded sentence কেই বোঝায়। এখন , multi- worded sentence এ কতগুলো দিক আমরা লক্ষ্য করে থাকি। তা হলো একটি sentence এ সাধারণতঃ Subject এবং Predicate থাকে। এখন দেখা যাক Subject ( উদ্দেশ্য ) এবং Predicate ( বিধেয় ) কাকে বলে।
Subject: Sentence এ যার সম্পর্কে কিছু বলা হয় তাকে Subject বলে।
Subject হলো doer. অর্থাৎ sentence এ verb এর action টি কে perform করে subject .
Subject সাধারণতঃ কোনো noun, pronoun, noun-equivalent যেমন infinitive বা gerund হতে পারে।
Subject: The part of the sentence which names the person or thing we are speaking about, is called Subject.
Predicate: Sentence এর যে অংশে Subject সম্পর্কে কিছু বলা হয় , তাকে Predicate বলে।
Subject ব্যতীত sentence এর বাকি অংশটি Predicate হয়ে থাকে। এই Predicate অংশটিতে সাধারণতঃ থাকে verb , verb এর object, প্রয়োজন মতো preposition এবং preposition এর object এবং আরো অন্য word থাকতে পারে।
Predicate: The part of the sentence which tells something about the subject is called Predicate.
একটা উদাহরণের সাহায্যে বিষয়টা বোঝার চেষ্টা করি।
Rani is writing a letter.
এখানে কার সম্পর্কে বলা হচ্ছে? Rani সম্পর্কে। তাহলে এই sentence টিতে Rani হলো Subject.
এবার , Rani সম্পর্কে কি বলা হচ্ছে?
is writing a letter. ( একটি চিঠি লিখছে )
তাহলে এই অংশটি হলো Predicate , কারণ এই অংশে Rani সম্পর্কে কিছু বলা হচ্ছে ।
Verb ( ক্রিয়া ) কাকে বলে?
যে word দ্বারা কোনো কাজ করা , হওয়া , কোনো কিছু থাকা বোঝায় তাকে verb বলে।
Verb: A verb is a word that tells something about a person or thing.
Verb কোনো person বা thing সম্পর্কে কিছু বলে।
Verb হলো একটি Part of Speech.
The verb is one of the Parts of Speech.
যেমন - do বা করা , go বা যাওয়া , make বা তৈরি করা , write বা লেখা , swim বা সাঁতার কাটা, be বা হওয়া , have বা থাকা ইত্যাদি।
See More:
...to be continued, follow daily...
0 Comments
Please, do not enter any spam link in the comment box.