Present Perfect Tense :
Now, let's see what
Present Perfect Tense: কোনো কাজ বর্তমান কালে সম্পূর্ণ হয়েছে বা সম্পূর্ণ ভাবে ঘটে গেছে বোঝালে, Present Perfect Tense হয়।
Present = বর্তমান , Perfect = absolute বা complete বা সম্পূর্ণ অথবা পরিপূর্ণ ।
সুতরাং, আমরা দেখতে পাচ্ছি Tense টির নামের মধ্যেই আছে এর বৈশিষ্ট্য। বর্তমান কালে যা সম্পূর্ণ ভাবে ঘটে গেছে , তা Present Perfect Tense এর অন্তর্ভুক্ত। মনে রাখতে হবে এই Tense এ বাক্যের ক্রিয়ার কাজগুলি এই মুহূর্তে ঘটে গেছে বা সম্পূর্ণ হয়ে গেছে বোঝায়, অথচ তা Present Tense এই রয়েছে।কয়েকটি বাংলা বাক্যের উদাহরণ দিলে বোঝা যাবে কোন ধরণের বাংলা বাক্য গুলি এই Tense এর অন্তর্গত।
Present Perfect Tense এর বাংলা উদাহরণ
নিচের বাক্যগুলি লক্ষ্য করো।
i ) সে কাজটি শেষ করেছে।
ii) মিতা একটি ছবি এঁকেছে।
iii) তুমি অমিত কে দেখেছো।
iv) আমরা তার সাথে দেখা করেছি।
v) তিনি তার কথা রেখেছেন।
vi) তারা আমার সাথে কথা বলেছে।
এখন, উপরের প্রত্যেকটি বাক্যের ক্রিয়া গুলি লক্ষ্য করলে বোঝা যায় ক্রিয়া গুলির কাজ বা action of the verb এই মুহূর্তে সম্পূর্ণ হয়ে গেছে। অথচ তা অতীত হয়ে যায়নি, বর্তমানে আছে।
এখন, Present Perfect Tense চিনবে কিভাবে?
প্রশ্ন করো, কাজটি কি বর্তমান কালে সম্পূর্ণ ভাবে ঘটে গেছে ? মনে রাখতে হবে
(i) কাজটি ঘটেছিলো, হয়েছিল, ঘটলো, হলো, করলো, এইরকম বাংলা বাক্য Present Perfect Tense এ হয়না। সেগুলি Past Indefinite Tense থাকে। এবং
(ii) কাজটি গতকাল হয়েছে , ২ ঘন্টা আগে হয়েছে , বা গত সপ্তাহে হয়ে হয়েছে এরকম বাংলা বাক্যও Present Perfect Tense এ হয়না। তা Past Indefinite Tense থাকে।
কারণ , Present Perfect Tense এ সময়ের উল্লেখ থাকে না। সময় উল্লেখ করলে তা Past Indefinite Tense এ চলে যায়। গতকাল, ২ ঘন্টা আগে, বা গত সপ্তাহে যে কাজটি ঘটেছে তাকে কোনো ভাবেই Present এ আছে বলা যায় না। কারণ , ১ সেকেন্ড আগেও যা ঘটে গেছে শর্তানুযায়ী তা অতীত হয়ে গেছে।
কাজেই, হয়ে গেছে , ঘটে গেছে বোঝায় এবং সময়ের উল্লেখ থাকে না যে বাক্যগুলিতে সেই বাক্য গুলি অবশ্যই Present Perfect Tense এ আছে।
এখন কিভাবে বাংলা বাক্যগুলিকে ইংরেজিতে translation করবে।
দেখে নেওয়া যাক Present Perfect Tense এর Sentence Form.
Sentence Form: Subject + have / has + Main Verb এর Past Participle form + Object
Have / has হলো Present Tense এ Have Verb এর রূপ। এখন, Subject এর পর Have / has কিভাবে বসে একবার দেখে নেওয়া যাক।
এখন দেখা যাক Sentence Form কে follow করে আমরা কিভাবে Translation করতে পারি।
Present Perfect Tense এর ব্যবহার
উপরের একটা বাক্য নিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করি।
Present Perfect Tense এর উদাহরণ
সে কাজটি শেষ করেছে।
(অর্থাৎ বর্তমানে কাজটি সম্পূর্ণ এবং কোনো সময়ের উল্লেখ নেই , কাজেই বাক্যটি Present Perfect Tense এ আছে।)
এখন, Sentence Form কে follow করে পাই।
Subject + have / has + Main Verb এর Past Participle form + Object
সে কাজটি শেষ করেছে।বাক্যটি কে Sentence Form অনুযায়ী সাজিয়ে পাই।
= সে শেষ করেছে কাজটি।
= Subject + have / has + Main Verb এর Past Participle form + Object
= He ( Subject) + has + finished ( Main Verb এর Past Participle form ) + the work ( Object).
= He has finished the work.
Sentence কাকে বলে? | কত প্রকার ও কী কী? | All Sentences
জানতে চাও?
তাহলে পড়ো
What is a sentence? Click here
বলেছি যে, Present Perfect Tense এ আছে এমন Sentence এ সময়ের উল্লেখ থাকে না, থাকলে তা Past Indefinite Tense হয়ে যায়। বিষয়টা একটা উদাহরণের সাহায্যে বোঝা যাক।
আগের sentence টি তোমরা দেখেছো Present Perfect Tense এ আছে। এখন time reference যোগ করে দেখা যাক কি ভাবে তা Past Indefinite Tense হয়।
আগের বাক্যটি ছিল ---
সে কাজটি শেষ করেছে।
এখন time reference যোগ করলে হয় ---
সে গতকাল কাজটি শেষ করেছে।
এখানে যেহেতু গতকালের উল্লেখ আছে স্পষ্টতই তা ২৪ ঘন্টা আগে ঘটে গেছে যা কোনো ভাবেই Present নয় , বরং Past Tense. তাই বাক্যটিকে আমরা Past Indefinite Tense এ translation করবো।
Sentence Form of Past Indefinite Tense: Subject + Main verb এর Past Form + Object
সে গতকাল কাজটি শেষ করেছে।
= সে শেষ করেছে কাজটি গতকাল।
= He (Subject) + finished ( Main verb এর Past Form) + the work (Object) yesterday.
Voice Change বিষয়ে বিশদে আলোচনা ইংলিশ গ্রামার ভয়েস চেঞ্জ
জানতে পারলে ভালো লাগবে?
তাহলে পড়ো
Voice কয় প্রকার ও কি কি ? Click here
এবারে উপরের অন্য বাক্যগুলো কে Tense অনুসারে translation করা যাক।
মিতা একটি ছবি এঁকেছে। বাক্যটি কে Sentence Form অনুযায়ী সাজিয়ে পাই।
= মিতা এঁকেছে একটি ছবি ।
= Subject + have / has + Main Verb এর Past Participle form + Object
= Mita ( Subject) + has + drawn ( Main Verb এর Past Participle form ) + a picture ( Object ). [ Object সম্পর্কে জানতে Basic Grammar অংশটি পড়ো।]
= Mita has drawn a picture.
আরো দেখো
তুমি অমিত কে দেখেছো। বাক্যটি কে Sentence Form অনুযায়ী সাজিয়ে পাই।
= তুমি দেখেছো অমিত কে।
= Subject + have / has + Main Verb এর Past Participle form + Object
= You ( Subject) + have + seen ( Main Verb এর Past Participle form ) + Amit ( Object ).
= You have seen Amit.
পরের বাক্যটি
আমরা তার সাথে দেখা করেছি। বাক্যটি কে Sentence Form অনুযায়ী সাজিয়ে পাই।
= আমরা দেখা করেছি তার সাথে ।
= Subject + have / has + Main Verb এর Past Participle form + Object
= We ( Subject) + have + met ( Main Verb এর Past Participle form ) + him ( Object ).
= We have met him.
এরপর
তিনি তার কথা রেখেছেন। বাক্যটি Sentence Form অনুযায়ী সাজিয়ে পাই।
= তিনি রেখেছেন তার কথা।
= Subject + have / has + Main Verb এর Past Participle form + Object
= She ( Subject) + has + kept ( Main Verb এর Past Participle form ) + her promise ( Object ).
= She has kept her promise.
আরো দেখো
তারা আমার সাথে কথা বলেছে। বাক্যটি কে Sentence Form অনুযায়ী সাজিয়ে পাই।
= তারা কথা বলেছে আমার সাথে ।
= Subject + have / has + Main Verb এর Past Participle form + Object
= They ( Subject) + have + talked ( Main Verb এর Past Participle form ) + to me ( Object ).
= They have talked to me.
এখন কয়েকটি table এর মাধ্যমে তোমাদের দেখাবো কিভাবে Present Perfect Tense এ number এবং person অনুযায়ী Sentence গুলির পরিবর্তন হয়।
Be verb as the Main Verb:
Have verb as the Main Verb:
এবার Do verb as the Main Verb:
এখন দেখা যাক Present Perfect Tense এ Affirmative Sentence (হ্যাঁ বাচক বাক্য ) , Negative Sentence (না বাচক বাক্য ), Interrogative Sentence (প্রশ্ন বোধক বাক্য ) , এবং Negative-Interrogative Sentence (না - প্রশ্ন বোধক ) বাক্য কিভাবে লেখা হয়।
Present Perfect Tense এ Affirmative Sentence (হ্যাঁ বাচক বাক্য ) এর Sentence Form:
Subject + have / has + Main Verb এর Past Participle form + Object
এখন একটা উদাহরণ দেখা যাক।
সে আমাকে নিমন্ত্রণ করেছে।
তাহলে Sentence Form হলো :
Subject + have / has + Main Verb এর Past Participle form + Object
= সে নিমন্ত্রণ করেছে আমাকে।
=
= He has invited me.
এখন উপরের বাক্যটিকে Negative করলে হয়
সে আমাকে নিমন্ত্রণ করেনি।
তাহলে এবার দেখা যাক Sentence Form.
Present Perfect Tense এ Negative Sentence (না বাচক বাক্য ) এর Sentence Form:
Subject + have / has + not + Main Verb এর Past Participle form + Object
তাহলে, সে আমাকে নিমন্ত্রণ করেনি।
Sentence Form:
Subject + have / has + not + Main Verb এর Past Participle form + Object
= সে করেনি নিমন্ত্রণ আমাকে।
= He ( Subject) + has + not + invited ( Main Verb এর Past Participle form ) + me ( Object ).
= He has not invited me.
একই ভাবে বাক্যটি কে Interrogative (প্রশ্নবোধক ) করলে পাই।
সে কি আমাকে নিমন্ত্রণ করেছে?
এখন Present Perfect Tense এ Interrogative Sentence (প্রশ্ন বোধক বাক্য ) এর Sentence Form:
Have / has + Subject + Main Verb এর Past Participle form + Object ?
সে কি আমাকে নিমন্ত্রণ করেছে?
= Have / has + Subject + Main Verb এর Past Participle form + Object ?
= সে কি নিমন্ত্রণ করেছে আমাকে?
= Has + he ( Subject) + invited ( Main Verb এর Past Participle form ) + me ( Object )?
= Has he invited me?
এখন Negative - Interrogative Sentence টি বোঝা যাক।
Present Perfect Tense এ Negative-Interrogative Sentence (না - প্রশ্ন বোধক ) এর Sentence Form:
Have / has + Subject + not
+ Main Verb এর Past Participle form + Object ?
সে কি আমাকে নিমন্ত্রণ করেনি?
= সে কি নিমন্ত্রণ করেনি আমাকে?
= Has + he ( Subject) + not + invited ( Main Verb এর Past Participle form ) + me ( Object )?
= Has he not invited me?
এখানে মনে রাখতে হবে Subject যদি Pronoun হয়, not Pronoun এর পরে বসে। এবং Subject যদি Noun হয় , not Noun এর আগে বসে। উপরের উদাহরণে Subject Pronoun ( সে = he) , তাই not subject এর পরে বসেছে।
আরো একটি উদাহরণ দেখা যাক।
রাজা কি আমাকে নিমন্ত্রণ করেনি?
= Has not Raja invited me?
এই উদাহরণে Subject Noun ( রাজা = Raja) , তাই not subject এর আগে বসেছে।
আমরা আলোচনা
করলাম We discussed:
Present Perfect Tense এর বাংলা উদাহরণ
Present Perfect Tense বাংলা উদাহরণ
Present Perfect Tense বাংলায়
Present Perfect Tense examples in bengali
Present Perfect Tense example in bangla
Present Perfect Tense in bengali
Present Perfect Tense exercise
Present Perfect Tense negative sentence
Present Perfect Tense Affirmative sentence
Present Perfect Tense formula and examples
Tense বাংলায়
present in bengali
Present Perfect Tense চেনার উপায়
Present Perfect Tense kake bole
Present Perfect Tense কাকে বলে
Present Perfect Tense কাকে বলে ? উদাহরণ ?
Present Perfect Tense bangle
Present Perfect Tense এর গঠন
Present Perfect Tense এর গঠন প্রণালী
Present Perfect Tense সহজে শেখার কৌশল
Present Perfect Tense সহজে মনে রাখার নিয়ম
Present Perfect Tense worksheet
Present Perfect Tense structure
Present Perfect Tense rules
Present Perfect Tense types
Present Perfect Tense definition
Present Perfect Tense examples
Present Perfect Tense example
What is Present Perfect Tense?
What
is Present Perfect Tense with examples?
প্রেজেন্ট পারফেক্ট টেন্স
See More:
0 Comments
Please, do not enter any spam link in the comment box.