Advertisement

Past Perfect Tense

 



Past Perfect Tense: 


Now, let's see what Past Perfect Tense is . 

Past Perfect Tense: কোনো কাজ অতীত কালে একটি নির্দিষ্ট মুহূর্তের আগে অথবা অন্য একটি কাজের আগে সম্পূর্ণ রূপে শেষ হয়ে গিয়েছিলো বোঝালে, Past  Perfect Tense হয়। 

Past = অতীত , Perfect = absolute বা complete বা সম্পূর্ণ অথবা পরিপূর্ণ ।
 
সুতরাং, আমরা দেখতে পাচ্ছি Tense টির নামের মধ্যেই আছে এর বৈশিষ্ট্য। অতীত কালে যে কাজ একটি মুহূর্তের আগে অথবা একটি কাজের আগে সম্পূর্ণ হয়ে গেছিলো , তা Past Perfect Tense এর অন্তর্ভুক্ত। মনে রাখতে হবে এই Tense এ বাক্যের ক্রিয়ার কাজগুলি সম্পূর্ণ হয়ে গিয়েছিল অতীতের একটি নির্দিষ্ট সময়ের বা কাজের আগে। তাই বেশির ভাগ সময়ে এই বাক্য গুলোতে দুটো কাজের উল্লেখ থাকতে পারে। কয়েকটি বাংলা বাক্যের উদাহরণ দিলে বোঝা যাবে কোন ধরণের বাংলা বাক্য গুলি এই Tense এর অন্তর্গত। 
নিচের বাক্যগুলি লক্ষ্য করো। 

Past Perfect Tense Examples in Bengali


i )   সেই দিন সন্ধে হওয়ার আগে আমি তার সাথে দেখা করেছিলাম।  

ii)   যখন আমি স্টেশনে পৌঁছলাম ট্রেনটা ছেড়ে গিয়েছিলো। 

iii)   মিতা আসার আগেই আমি চিঠিটা লিখে ফেলেছিলাম।  

iv)   আমি জানতাম তিনি চলে গিয়েছিলেন ।

v)    ডাক্তার আসার আগেই রুগীটি মারা গিয়েছিলো।

vi)   যখন আমি লন্ডনে যায় তিনি তখনই একজন প্রতিষ্ঠিত ব্যাবসায়ী ছিলেন।

এখন, উপরের প্রত্যেকটি বাক্যের ক্রিয়া গুলি লক্ষ্য করলে বোঝা যায় ক্রিয়া গুলির কাজ বা action of the verb অতীতের একটা নির্দিষ্ট সময়ের আগে শেষ হয়েছিল অথবা তা হয়েছিল অন্য আর একটি কাজের আগে। 

 
এখন, Past Perfect Tense চিনবে কিভাবে? 

প্রশ্ন করো, 
(i)     কাজটি কি অতীতে দ্বিতীয় একটি কাজের আগে ঘটেছিলো ? অথবা 

(ii)    অতীতের কোনো নির্দিষ্ট মুহূর্তের আগে ( before a certain moment in the past ) কি কাজটা ঘটেছিলো ? 

এই প্রশ্নগুলির উত্তর হ্যাঁ হলে বাক্যটি অবশ্যই Past Perfect Tense এ আছে। 

এখন কিভাবে বাংলা বাক্যগুলিকে ইংরেজিতে translation করবে। 
দেখে নেওয়া যাক Past Perfect Tense এর Sentence Form ( অবশ্যই Affirmative Sentence form ).

Past perfect tense এর গঠন or, Past Perfect Tense Structure Bangla


Sentence Form: Subject + had + Main Verb এর Past Participle form + Object 

Had হলো Past Tense এ Have Verb এর রূপ। এখন, Subject এর পর Person এবং Number অনুযায়ী Have Verb এর রূপ কিভাবে বসে একবার দেখে নেওয়া যাক।






এখন দেখা যাক Sentence 

 Form কে follow করে আমরা কিভাবে Translation করতে পারি  
 
উপরের একটা বাক্য নিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করি। 

Past perfect tense এর বাংলা উদাহরণ or, Past Perfect Tense bangla example


প্রথম বাক্যটি, 

সেই দিন সন্ধে হওয়ার আগে আমি তার সাথে দেখা করেছিলাম। 

এখন Sentence form টি হলো : Subject + had + Main verb এর Past participle form + Object 

    বাক্যটিকে Sentence Form অনুযায়ী সাজিয়ে পাই 

=  আমি দেখা করেছিলাম তার সাথে সেই দিন সন্ধে হওয়ার আগে। 

=  I (Subject) + had + met (Main verb এর Past participle form) + him/her (Object) + that day before it was evening (Past Indefinite Tense). 

=  I had met him/her that day before it was evening. 

Past Perfect Tense Examples in Bengali

 
পরের বাক্যটি হলো 

যখন আমি স্টেশনে পৌঁছলাম ট্রেনটা ছেড়ে গিয়েছিলো। 

এখন Past Perfect Tense এর Sentence form হলো : 
Subject + had + Main verb এর Past participle form + Object 

    এবারে, বাক্যটিকে Sentence form অনুযায়ী সাজিয়ে পাই 

=  যখন আমি স্টেশনে পৌঁছলাম ট্রেনটা ছেড়ে গিয়েছিলো। 

=  When I reached the station ( Past Indefinite Tense ) the train (Subject) + had + started ( Main verb এর Past participle form ) + ( No Object here)  

=  When I reached the station ( Past Indefinite Tense ) the train had started ( Past Perfect Tense ).  

= When I reached the station the train had started. 

অতীতে দুটি কাজের মধ্যে যেটি আগে ঘটেছিলো সেটি Past Perfect Tense এ থাকে এবং যেটি পরে ঘটেছিলো সেটি Past Indefinite Tense এ থাকে। 

একই ভাবে অন্য বাক্যগুলিকে Translation করা যায়। 


Past Perfect Tense Translation Bengali to English


পরের বাক্যটি হলো 

মিতা আসার আগেই আমি চিঠিটা লিখে ফেলেছিলাম। 

এখন Past Perfect Tense এর Sentence form হলো : 
Subject + had + Main verb এর Past participle form + Object 

    এবারে বাক্যটিকে Sentence form অনুযায়ী সাজিয়ে পাই 

=  মিতা আসার আগেই আমি লিখে ফেলেছিলাম চিঠিটা। 

=  I (Subject) + had + written ( Main verb এর Past participle form ) + the letter (Object)  before Mita arrived ( Past Indefinite Tense).

=  I had written the letter ( Past Perfect Tense ) before Mita arrived ( Past Indefinite Tense ).  

= I had written the letter before Mita arrived. 

অতীতে দুটি কাজের মধ্যে যেটি আগে ঘটেছিলো সেটি Past Perfect Tense এ থাকে এবং যেটি পরে ঘটেছিলো সেটি Past Indefinite Tense এ থাকে।
 
পরের বাক্যটি হলো 

আমি জানতাম তিনি চলে গিয়েছিলেন । 

এখন Past Perfect Tense এর Sentence form হলো : 
Subject + had + Main verb এর Past participle form + Object 

    এবারে বাক্যটিকে Sentence form অনুযায়ী সাজিয়ে পাই 

=  আমি জানতাম তিনি চলে গিয়েছিলেন । 

=  I knew ( Past Indefinite Tense) he (Subject) + had + gone ( Main verb এর Past participle form ). ( No Object here ) 

=  I knew ( Past Indefinite Tense ) he had gone ( Past Perfect Tense ).  
= I knew he had gone. 

Also , I knew he was gone. 


এরপরের বাক্যটি হলো 

ডাক্তার আসার আগেই রুগীটি মারা গিয়েছিলো।

এখন Past Perfect Tense এর Sentence form হলো : 
Subject + had + Main verb এর Past participle form + Object 

    এবারে বাক্যটিকে Sentence form অনুযায়ী সাজিয়ে পাই 

= ডাক্তার আসার আগেই রুগীটি মারা গিয়েছিলো। 

=  The patient (Subject) + had + died ( Main verb এর Past participle form ) before the doctor came ( Past Indefinite Tense).

=  The patient had died ( Past Perfect Tense ) before the doctor came ( Past Indefinite Tense ).  

= The patient had died before the doctor came.  


এরপরের বাক্যটি হলো 

যখন আমি লন্ডনে যায় তিনি তখনই একজন প্রতিষ্ঠিত ব্যাবসায়ী ছিলেন।

এখন Past Perfect Tense এর Sentence form হলো : 
Subject + had + Main verb এর Past participle form + Object 

    এবারে বাক্যটিকে Sentence form অনুযায়ী সাজিয়ে পাই 

= যখন আমি লন্ডনে যায় তিনি তখনই একজন প্রতিষ্ঠিত ব্যাবসায়ী ছিলেন। 

= When I went to London ( Past Indefinite Tense) he (Subject) + had + been ( Main verb এর Past participle form ) already an established businessman. 

=  When I went to London ( Past Indefinite Tense) he had been already an established businessman ( Past Perfect Tense ).  
 
= When I went to London he had been already an established businessman. 

এখন কয়েকটি table এর মাধ্যমে তোমাদের দেখাবো কিভাবে Past Perfect Tense   number এবং person অনুযায়ী Sentence গুলির পরিবর্তন হয়। 
 
Be verb as the Main Verb:  

  
Past Perfect Tense Examples in Bengali


 
Have verb as the Main Verb: 

Past Perfect Tense এর উদাহরণ


 
 এবার Do verb as the Main Verb: 

Past Perfect Tense বাংলা উদাহরণ


 
 এখন দেখা যাক Past Perfect Tense এ Affirmative Sentence (হ্যাঁ বাচক বাক্য ) , Negative Sentence (না বাচক বাক্য ), Interrogative Sentence (প্রশ্ন বোধক বাক্য ) , এবং Negative-Interrogative Sentence (না - প্রশ্ন বোধক ) বাক্য  কিভাবে লেখা হয়। 

একটি বাক্য নিয়ে বিষয়টি বোঝার চেষ্টা করা যাক 

রাজা আসার আগে রিনা চলে গিয়েছিলো। 

Past Perfect Tense এর Affirmative Sentence form : 
Subject + had + Main verb এর Past Participle form + Object 

= Rina had gone before Raja came. 

এই বাক্যটিকে Negative Sentence (না বাচক বাক্য ) করলে পাই 
রাজা আসার আগে রিনা চলে যায় নি । 

Past Perfect Tense এর Negative Sentence form : 
Subject + had not + Main verb এর Past Participle form + Object 

এখন বাক্যটি হলো 

   রাজা আসার আগে রিনা চলে যায় নি । 

    Subject + had not + Main verb এর Past Participle form + Object 

= Rina (Subject) + had not + gone (Main verb এর Past Participle form) + (No Object) + before Raja came ( Past Indefinite Tense) 

= Rina had not gone before Raja came. 

এখন উপরের বাক্যটিকে Interrogative Sentence (প্রশ্ন বোধক বাক্য ) করলে পাই 

রাজা আসার আগে রিনা কি চলে গিয়েছিলো? 

Past Perfect Tense এর Interrogative Sentence form : 
Had + Subject + Main verb এর Past Participle form + Object ? 

এখন বাক্যটি হলো 

    রাজা আসার আগে রিনা কি চলে গিয়েছিলো? 

    Had + Subject + Main verb এর Past Participle form + Object ? 

=  Had + Rina ( Subject ) + gone ( Main verb এর Past Participle form ) (No Object) before Raja came ( Past Indefinite Tense) ? 

=  Had Rina gone before Raja came ? 

এবারে উপরের বাক্যটিকে Negative-Interrogative Sentence (না - প্রশ্ন বোধক ) করে পাই 

রাজা আসার আগে রিনা কি চলে যায় নি ? 

Past Perfect Tense এর Negative-Interrogative Sentence form : 
Had + Subject + not +Main verb এর Past Participle form + Object ? 
( When Subject is a pronoun ) 
 
But, 

 Past Perfect Tense এর Negative-Interrogative Sentence form : 
 Had not + Subject +Main verb এর Past Participle form + Object ? 
( When Subject is a noun ) 

এখানে মনে রাখতে হবে Subject যদি Pronoun হয়,  not  Pronoun এর পরে বসে।  এবং Subject যদি Noun হয় ,  not   Noun এর আগে বসে।

তাহলে বাক্যটি ছিল, 

রাজা আসার আগে রিনা কি চলে যায় নি ? 

এখন Sentence form  follow করে পাই 

    Had not + Subject +Main verb এর Past Participle form + Object ? 

=   Had not + Rina ( Subject ) + gone (Main verb এর Past Participle form) (No Object) before Raja came ? 

=   Had not Rina gone before Raja came ? 


আমরা আলোচনা করলাম  We discussed:

Past Perfect Tense এর বাংলা উদাহরণ

Past Perfect Tense বাংলা উদাহরণ

Past Perfect Tense বাংলায়

Past Perfect Tense examples in bengali 

Past Perfect Tense example in bangla 

Past Perfect Tense in bengali 

Past Perfect Tense exercise 

Past Perfect Tense negative sentence 

Past Perfect Tense Affirmative sentence 

Past Perfect Tense formula and examples 

Tense বাংলায় 

Past in bengali 

Past Perfect Tense চেনার উপায় 

Past Perfect Tense kake bole 

Past Perfect Tense কাকে বলে 

Past Perfect Tense কাকে বলে ? উদাহরণ ? 

Past Perfect Tense bangle

Past Perfect Tense এর গঠন

Past Perfect Tense এর গঠন প্রণালী

Past Perfect Tense সহজে শেখার কৌশল

Past perfect tense এর উদাহরণ

Past Perfect Tense সহজে মনে রাখার নিয়ম

Past Perfect Tense worksheet

Past Perfect Tense structure

Past Perfect Tense rules

Past Perfect Tense types

Past Perfect Tense definition

Past Perfect Tense examples

Past Perfect Tense example

What is Past Perfect Tense?

What is Past Perfect Tense with examples?

পাস্ট পারফেক্ট টেন্স



Post a Comment

0 Comments