Advertisement

Articles


article


 Articles


এখন আমরা Article নিয়ে কথা বলবো। ইংরেজিতে তিনটি Articles আছে তা তোমরা নিশ্চয় জানো - a, an, এবং the. কিন্তু জেনে রাখো Articles আসলে Adjective. Articles কেন Adjective তা পরে আলোচনা করছি। 

এখন প্রথমেই জেনে নেওয়া যাক Articles কাকে বলে। 

ইংরেজিতে a, an, এবং the কে Articles বলে। Articles কোনো Noun কে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে বোঝাতে সাহায্য করে। 

English Grammar এ Articles প্রধানতঃ দুই প্রকার। Indefinite Articles এবং Definite Article. 

articles


Indefinite Articles: 

যে article কোনো noun কে অনির্দিষ্ট ভাবে বোঝায় বা নির্দেশ করে তাকে Indefinite Article বলে। 
A এবং An হলো Indefinite Article এর উদাহরণ। 

মনে রাখতে হবে, A এবং An কোনো noun এর সংখ্যা বোঝাতে পারে , কারণ A এর অর্থ হলো ১; আবার An এর অর্থ হলো ১ ; কিন্তু A বা An কোনো noun কে নির্দিষ্ট করে বোঝায় না। উদাহরণ দিলে বিষয়টা আরো স্পষ্ট হবে। 

রাস্তায় একটি লোক হেঁটে যাচ্ছে।  
A man is walking down the street.

সে একটি ছাতা কিনেছে।   
He has bought an umbrella.

তিনি একজন ইঞ্জিনিয়ার কে ডেকেছিলেন।
He called an engineer. 

তোমার একজন ডাক্তার দেখানো উচিত। 
You should see a doctor.

উপরের বাক্যগুলি / Sentences লক্ষ্য করো। এবং Article গুলি কিভাবে বসেছে তা দেখো।

A man

An umbrella 

An engineer 

A doctor 

প্রথম উদাহরণ A man এ, man টিকে অনির্দিষ্ট ভাবে বোঝানো হয়েছে। কারণ,এখানে একটি লোক তো বোঝাচ্ছে , কিন্তু কোন লোকটি তা স্পষ্ট করে বোঝাচ্ছে না। এই লোকটি পৃথিবীর যে কোনো লোক হতে পারে। কাজেই A article টি man কে নির্দিষ্ট করে না , শুধু কত লোক তা বোঝায় - অর্থাৎ সংখ্যা ১ ( একটি মানুষ )। 

দ্বিতীয় উদাহরণ An umbrella তে, umbrella টিকে অনির্দিষ্ট ভাবে বোঝানো হয়েছে। কারণ,এখানে একটি ছাতা বোঝাচ্ছে , কিন্তু কোন ছাতাটি তা স্পষ্ট করে বোঝাচ্ছে না। এই ছাতাটি যে কোনো ছাতা হতে পারে। কাজেই An article টি umbrella কে নির্দিষ্ট করে না , শুধু কত ছাতা - তা বোঝায় - অর্থাৎ সংখ্যা ১ ( একটি ছাতা )। 

তৃতীয় উদাহরণ An engineer এ লক্ষ্য করো , engineer টিকে অনির্দিষ্ট ভাবে বোঝানো হয়েছে। কারণ,এখানে একজন ইঞ্জিনিয়ার কে বোঝাচ্ছে , কিন্তু কোন ইঞ্জিনিয়ার তা স্পষ্ট করে বোঝাচ্ছে না। এই ইঞ্জিনিয়ারটি যে কোনো একজন ইঞ্জিনিয়ার হতে পারে। কাজেই An article টি engineer কে নির্দিষ্ট করে না , শুধু কতজন ইঞ্জিনিয়ার - তা বোঝায় - অর্থাৎ সংখ্যা ১ ( একজন ইঞ্জিনিয়ার )। 

একই ভাবে চতুর্থ উদাহরণ এ লক্ষ্য করো , A doctor কোনো নির্দিষ্ট doctor কে না বুঝিয়ে সাধারণ ভাবে একজন ডাক্তার কে বোঝায়।  কারণ,এখানে একজন ডাক্তার কে বোঝাচ্ছে , কিন্তু কোন ডাক্তার তা স্পষ্ট করে বোঝাচ্ছে না। এই ডাক্তারটি যে কোনো একজন ডাক্তার হতে পারে। কাজেই A article টি doctor কে নির্দিষ্ট করে না , শুধু কতজন ডাক্তার - তা বোঝায় - অর্থাৎ সংখ্যা ১ ( একজন ডাক্তার )। 

সুতরাং বোঝা যাচ্ছে , A এবং An অর্থাৎ Indefinite Articles কখনো কোনো noun কে নির্দিষ্ট ভাবে বোঝায় না। তাকে অনির্দিষ্ট ভাবে উল্লেখ করে। অবশ্য , তার সংখ্যা বোঝায় , সংখ্যা অর্থাৎ ১ (এক)। 

এখন আমরা দেখবো A এবং An কোথায় কিভাবে বসে। 

A কোথায় বসে: 

(i) কোনো Noun (বা Noun equivalent) এর উচ্চারণ যদি Consonant sound দিয়ে শুরু হয় , তবে 'একটা' বোঝাতে তার আগে A বসে। 

যেমন: A man. 

এখানে man এর উচ্চারণ m sound (ম - ধ্বনি) দিয়ে শুরু হয়, যেটি একটি consonant sound. তাই এখানে একটি মানুষ বোঝাতে  A man হয়েছে।

 A horse

A house 

A temple 

A village 

A zebra 

A donkey 

উপরের প্রত্যেকটি উদাহরণের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য।  প্রত্যেকটি noun এর উচ্চারণই consonant sound দিয়ে শুরু হয়েছে। তাই সব ক্ষেত্রেই 'একটি' বোঝাতে A article টি বসেছে। 

(ii)  এটি একটি ব্যতিক্রমী নিয়ম। আমরা জানি কোনো noun এর উচ্চারণ যদি vowel sound দিয়ে শুরু হয়, তবে তার আগে একটি বোঝাতে An বসে। কিন্তু, vowel sound টি যদি ইউ (U ) এর মতো হয়, তবে তার আগে A বসে। 

অর্থাৎ, কোনো noun এর উচ্চারণ যদি ইউ (U ) sound দিয়ে শুরু হয় , তবে তার আগে একটা বোঝাতে A বসে। কয়েকটি উদাহরণ দেওয়া যাক। যেমন, 

A university

A European

A unit 

A unicorn 

A unique book 

A ewe 

A useful tool 

A used car 

A united team 

উপরের প্রত্যেকটি উদাহরণে, noun বা noun cluster (noun এর গুচ্ছ)এর উচ্চারণ ইউ (U ) দিয়ে শুরু হয়েছে , কাজেই প্রত্যেক ক্ষেত্রেই একটি বোঝাতে A বসেছে।

(iii)  এবারের নিয়মটিও একটি ব্যতিক্রমী নিয়ম। নিয়ম অনুযায়ী, আমরা জানি কোনো noun এর উচ্চারণ যদি vowel sound দিয়ে শুরু হয়, তবে তার আগে একটি বোঝাতে An বসে। কিন্তু, O দিয়ে শুরু কোনো noun বা noun equivalent বা noun cluster এর উচ্চারণ যদি 'ওয়া'র মতো হয়, তবে তার আগে একটা বোঝাতে A বসে। যেমন - 

A one-eyed donkey

A one-man army 

A one-way route 

A one-rupee note/coin 

A one-act play

A one-day match

উপরের উদাহরণ গুলি লক্ষ্য করলে বোঝা যায় প্রতিটি ক্ষেত্রেই noun cluster গুলি one দিয়ে শুরু হয়েছে। One  এর উচ্চারণ 'ওয়া' দিয়ে শুরু হয়।  তাই এই সব ক্ষেত্রেই একটি বোঝাতে A বসেছে। 

(iv) Abbreviation এর নিয়ম: 
এটি একটি গুরুত্বপূর্ণ নিয়ম। কিন্তু খুব কমই আলোচিত হয়। Abbreviation এর অর্থ হলো সংক্ষিপ্ত রূপ। একটি বড় phrase বা group  of words কে সংক্ষেপে বোঝাতে আমরা abbreviation ব্যাবহার করি। যেমন: 

Master of Arts = MA 

Bachelor of Arts = BA 

Doctor of Medicine = MD 

Block Development Officer = BDO 

এখন, একজন BA পাস্ ছাত্র কে আমরা বলি A BA . এবং একজন MA  পাস্ ছাত্র কে বলি An MA .

সুতরাং, যে abbreviation এর উচ্চারণ consonant sound দিয়ে শুরু হয় একটি বোঝাতে তার আগে A বসে। যেমন - 

A BA 

A BDO 

A CA ইত্যাদি। 


An কোথায় বসে: 

(i)  একই ভাবে কোনো Noun (বা Noun equivalent বা Noun cluster) এর উচ্চারণ যদি Vowel sound দিয়ে শুরু হয় , তবে 'একটা' বোঝাতে তার আগে An বসে।যেমন-

An airplane 

এখানে airplane এর উচ্চারণ vowel sound দিয়ে শুরু হয়েছে। কাজেই , একটি বোঝাতে An বসেছে।আরো দেখো 

An eagle 

An orange 

An owl 

An epic 

An epistle 

An eye 

An igloo 

An umbrella 

উপরের সকল উদাহরণের ক্ষেত্রেই , noun গুলির উচ্চারণ vowel sound  দিয়ে শুরু হয়েছে। কাজেই একটি বোঝাতে প্রত্যেক noun এর আগে An  বসেছে।


(ii)  এই নিয়মটিকে H এর নিয়ম বলা যেতে পারে। তোমরা হয়তো জানো H এর উচ্চারণ দুই রকম হয়। একটি consonant sound এবং একটি vowel sound . যখন H এর উচ্চারণ 'হ' এর মতো হয় - তখন তা হয় consonant sound , এবং যখন H এর উচ্চারণ 'অ ' এর মতো হয় , তখন তা হয় vowel sound . মজার বিষয় হলো একটি word এর নানা দেশে নানা রকম উচ্চারণ হয়। যেমন - Hotel . Hotel এর উচ্চারণ কোনো দেশে হয় 'হোটেল'।  সেক্ষেত্রে একটি হোটেল বোঝাতে বলা হবে A hotel . আবার কোনো দেশে Hotel এর উচ্চারণ হয় 'অটেল'।  সেক্ষেত্রে একটি 'অটেল' বোঝাতে বলা হবে An hotel . 


Indefinite Articles






এরকম আরো word বা noun আমরা পাই যেখানে H এর উচ্চারণ vowel sound এর মতো। সে সব ক্ষেত্রে H দিয়ে শুরু noun এর আগে একটি বোঝাতে An বসবে। তাহলে নিয়মটি হলো - 

H  দিয়ে শুরু কোনো noun এর উচ্চারণ যদি vowel sound দিয়ে শুরু হয় , একটি বোঝাতে তার আগে An বসে। যেমন- 

An hour 

An heir 

An honest man 

An honour 

An honourable guest ইত্যাদি। 


(iii)  Abbreviation এর নিয়ম: 
Abbreviation এর নিয়ম আমরা আগেই আলোচনা করেছি। তাই বলা যেতে পারে, যে abbreviation এর উচ্চারণ vowel sound দিয়ে শুরু হয় একটি বোঝাতে তার আগে An বসে। যেমন - 

An MA 

An FRCS 

An MLA 

An MD 

An NGO 

An MBBS ইত্যাদি।

যে গুলি আলোচনা করা হলো: 
 
Articles কাকে বলে?

Articles কত প্রকার ও কি কি ? 

Articles kake bole ? 

Articles koto prokar ? 

Articles কাকে বলে কত প্রকার ও কি কি ?

a an the কোথায় বসে ? 

Definite article কাকে বলে? 

Indefinite Article কাকে বলে? 

আর্টিকেল এর ব্যবহার 

আর্টিকেল এর নিয়ম 

ইংলিশ গ্রামার আর্টিকেল 

Article in Bengali pdf 

Rules of articles in English Grammar PDF 

Indefinite article কাকে বলে

Article কাকে বলে কত প্রকার ও কী কী 

article বাংলা 

কোন কোন ক্ষেত্রে article বসে না 

Article rules bangla pdf 

articles a, an, the rules 

article exercise 

article in bengali 

article bangla 

articles in bengali 

articles a, an, the rules with examples 

Use of articles with examples 





Post a Comment

0 Comments